লক্ষ্মীপূজা

শৈশবের কিছু কিছু স্মৃতি এখনও মনে দাগ কাটে। আজ লক্ষ্মী পূর্ণিমা। ছোট থাকতে প্রতিবছর এই রাতটা শিহরণ জাগানো ছিল। তখন আমাদের এলাকায় সাত থেকে আট ঘন্টার বেশি বিদ্যুৎ থাকত না। তাই অধিকাংশ রাতই অন্ধকারে কাটাতে হতো। পূর্ণিমার সর্বগ্রাসী রূপ থেকে তাই বঞ্চিত হতে পারিনি। আমাদের ধর্ম অনুযায়ী মানা হয়, এ রাতে ফল চুরি করলে কোনো অপরাধ হয় না! তাই এই একটা রাতেই খুব চুরি হতো। যাদের বাড়িতে ফলের গাছ ছিল, তাদেরকে রাত জেগে পাহাড়া দিতে হতো। চোরের যে অভাব নেই!

এক রাতের কথা স্পষ্ট মনে আছে। আমাদের একটা পেঁপে গাছ ছিল যেটায় সেবার বেশ পেঁপে হয়েছে। সেই গাছ পাহাড়া দেবার দায়িত্ব পড়ল আমার আর আমার বন্ধুর ওপর। আমরা রাত দেড়টা-দু'টা পর্যন্ত সেই অসম্ভব সুন্দর কুয়াশাভেজা চাঁদের আলোতে হাঁটাহাঁটি করতে করতে পাহাড়া দিচ্ছিলাম। চারদিক নিস্তব্ধ। শুধু আমি, আমার বন্ধু, কয়েকটা পেঁপে আর আকাশের চাঁদ সাক্ষী। সে যে কী অসম্ভব সুন্দর রাত আর জোছনা - আজকের এই ইলেকট্রিসিটির কৃত্রিম আলোর নিচে বসে তা লিখতে শুধুই অবাস্তব মনে হচ্ছে। সে রাত ভোলার নয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পরদিন সকালবেলায় ঐ গাছটিকে পেঁপেবিহীন দু'টুকরো অবস্থায় উদ্ধার করা হয়!

26th October, 2015