বইবেলা
আমরা যারা ছোটবেলা থেকে গল্পের বই পড়তে পরিবার থেকে বাধা পাই নি, তাদের কল্পনার জগৎটা ভিন্ন ছিল। বিশেষ করে আমার কপাল ভালো, আমার দ্বিতীয় মা, তথা দুই বোনই এক্ষেত্রে আমার শিক্ষাগুরু!
যারা তিন গোয়েন্দা পড়ে বড় হয় নাই, তাদের জন্য কিছু বলার নাই। তারা কী হারালো সেটা না বললেও চলে। সময় তো চলেই গেছে। আলেক্সান্ডার বেলায়েভের উভচর মানুষের কথা অনেকদিন মনে থাকবে। সেই যে ডলফিনের পিঠে চড়ে যে মানুষটা সমুদ্রের দানব হয়েছিল? নিঃসঙ্গ গ্রহচারী, এইটা পড়ে কত স্বপ্ন দেখলাম! আহা, মেয়েটা বড়ই সুন্দরী!
পথের পাঁচালী কিংবা অপরাজিতর অপু, অথবা চাঁদের পাহাড়ের শংকর - বিভূতিভূষণ কী, তা বুঝাতে আর কিছু লাগে না। আরণ্যক এখনো টানে গহীন অরণ্যে। আহসান হাবীবের রাণী খালের সাঁকো একটু ভিন্ন এক কিশোরের জেদের বশে সফল হবার গল্প। শিবরামের বাড়ি থেকে পালিয়ে পড়ে কতবার পালানোর স্বপ্ন দেখলাম! যখের ধন! হেমেন্দ্র কুমার রায়ের অনবদ্য এই সৃষ্টি যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের কাছে স্বর্গতুল্য।
হাকারবিন ওরফে হাত কাটা রবিন। প্রথম যখন বইটা পেলাম, সেটাই ছিল ডাকে পাওয়া প্রথম কিছু! কিশোর উপন্যাস প্রায় কিছুই ভালো লাগে না, কিন্তু এইটা এখনো পুরোনো হয়েও নতুন বন্ধু! জীবনে ভ্রমণকাহিনী মনে হয় তিনটার বেশি পড়ি নাই। পালামৌ,দেশে বিদেশে আরেকটার নাম মনে নেই। টেনিদার কথা না বললে সব বৃথা! হায়রে পটলডাঙা, যারা বইটা পড়েছে, নিজেদের প্যালার বাইরে আর কিছু ভাবতেই পারেনি!
বাংলাদেশের লেখকেরা অনেক হরর কিংবা থ্রিলার লিখেছেন, কিন্তু রহস্য প্রায় কমই আছে। এখনো আমাদের ফেলুদা কিংবা সত্যজিতের গপ্পোর উপর তৃষ্ণা নিয়ে তাকাতে হয়। এগুলো মাস্টারপিস, তা তো জানাই। সমরেশের কালবেলা পড়েছেন, অথচ মাধবীলতার প্রেমে পড়েননি, এমন মানুষ হয় না। শবনম পড়েছেন? প্রেম কেমন হতে পারে, আপনি কল্পনাও করতে পারবেন না। প্রেম খুবই পবিত্র। একে নষ্ট না করার আগে বইটা একবার পড়বেন! (Will be updated)
24th December, 2020