অপরিচিত

অপরিচিত মানুষগুলো মাঝে মাঝে খুব বেশি অপরিচিত থাকে না।

উত্তরা বাস কাউন্টারে নেত্রকোনার জন্য চারটা সীট বরাদ্দ থাকে। মার্চের শেষের দিকে ঢাকা থেকে আসার সময় পাশের সীটে এক ভদ্রলোক বসলো। উনিই কথা শুরু করলেন। আঠাশ বছর পর উনি নাকি দেশে আসছেন। দুই মাস উত্তরায় কোন আত্মীয়ের বাসায় ছিলেন। এখন গ্রামের বাড়ি যাবেন। বাড়ি মোহনগঞ্জ। সব বলে আমার কথা জিজ্ঞেস করলেন। তারপর কথা শুরু শিক্ষাব্যবস্থা নিয়ে। আমাকে বলতে বলেন এই দেশে চাকরি পাওয়ার প্রসেস কী। :3

না জানি কিছু হাতি ঘোড়া। নিজে কই পড়ি শোনে বললেন উনার মেয়ে পড়ে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে। এইবারের সেশনে ভর্তি হয়েছে। মেজর সাবজেক্ট দুইটা! ইকোনোমিক্স আর বিজনেস স্টাডিজ। এক সেমিস্টারে সিজিপিএ ফোর আসছে, ঐ ডিপার্টমেন্টে একজনই, ঐ মেয়ে। সারা যুক্তরাষ্ট্র থেকে ৩০ জন স্টুডেন্টকে একটা ওয়ার্ল্ড ট্যুরে নিবে সেজন্য সিলেক্ট হইসে। আমি তখন জ্ঞানের অথৈ সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছি। এই লোকরে আমি বলব কী!

অনেক খুঁজে মাথায় আসলো যে ওকলাহোমায় ক'মাস আগে বোমা হামলা হইসিলো, ওইটা নিয়া আলোচনা করে পড়াশোনা চাপা দিলাম! নেত্রকোনায় এসে কথা শেষ। উনি এতই বেশি খুশি ছিলেন যে মেয়ের সার্টিফিকেটটার ছবি পর্যন্ত আমাকে দেখালেন। নামটা মনে ছিল এবং উনি যা বলসিলেন তাই সত্যি। উনাকে একবার জিজ্ঞেস করেছিলাম, এত বছর থেকেও আপনার বাংলা ভাষায় তো টান পড়েনি। উনি বললেন, আমার মেয়ের জন্ম বিদেশে, কিন্তু বাংলা ভালো পারে। 🙂

গত ঈদে ছুটি পেলাম ঈদের এক দিন আগে সম্ভবত। আবার সেই বাস। এইবার যে লোকটা সাথে পড়লো তিনিই জিজ্ঞেস করলেন নেত্রকোনায় ভালো হোটেল চিনি কিনা। উনার বাড়ি মানিকগঞ্জ। প্রথম চাকরি পেয়েছেন। প্রথম চাকরি মানুষের জীবনের অনেক বড় একটা আনন্দের সংবাদ। কিন্তু তিনি আছেন চিন্তায়। পরদিন ঈদ, অথচ পোস্টিং বুঝতে উনাকে নেত্রকোনায় আসতে হবে। বেসরকারি চাকরি, বসের হুকুম, কিছু করার নাই। গিয়ে যদি আসতে না পারেন তাহলে হোটেল ছাড়া গতি নাই। নাহলে ঐদিনই ঢাকা ব্যাক করে আবার মানিকগঞ্জের গাড়ি। ঐদিন আকাশ যখন অন্ধকার হলো উনার মুখও হলো।

প্রথম মানুষটাকে আমার পছন্দ হয়েছিলো। উত্তরা থেকে একটা গরীব মহিলা তার তিন বাচ্চাকে নিয়ে বাসে উঠতে চাচ্ছিল। তার কোলে এক বাচ্চা, সাথে দুইজন। ভাড়া আছে উনার কাছে একজনের। সারা রাস্তা দাঁড়িয়ে যাওয়ার অনেক মিনতি হেল্পারকে করেও লাভ হলো না যখন, তখন ঐ ভদ্রলোক নিজে বললেন আরেক সীটের ভাড়াটা উনি দিবেন, মহিলাকে যেন নেওয়া হয়।

28th June, 2018