দুর্গাপুর-২০২১

করোনার প্রকোপ বাড়ার পর কয়দিন পরে ট্যুর দিলাম কে জানে! জন্মের পর ২৩ টা বছর যে জেলায় কাটালাম তার বিখ্যাত জায়গাই দেখা হয় নাই, কথাটা কে বিশ্বাস করবে! সুতরাং, ডে ট্যুর!

আফসোস, আমরা রওনা দিতে দিতে ততক্ষণে ১২ টা বাজে। আবার একে শীত, দুইয়ে মেঘলা আকাশ - দুর্গাপুরের সবুজ রূপের চেয়ে রুক্ষ রূপ নজরে আসলো বেশি, যেমন সবকিছুতেই টাইমিং বলে একটা কথা থাকে। তবুও কম সময়ে আর কতটুকুই বা হয়।

নেত্রকোনা শহর থেকে দুর্গাপুর বাজার যেতে দুবার অটোরিকশা বদল করতে হলো। মাঝে একবার জেটিতে করে নদীও পার হতে হলো। দুর্গাপুর বাজার থেকে খেয়েদেয়ে সুমেশ্বরী পার হতে হতে দুপুর ২ টা। খাবার যদিও তেমন সুবিধার না। সাধারণত নদীর ওপার থেকে সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া করে বিভিন্ন স্পটে যেতে হয়। সেই হিসেবে আমাদের প্রথম গন্তব্য ছিল বিরিশিরি বর্ডার। সময় স্বল্পতার জন্য আর নদী ভ্রমণটা হয় নাই, যদিও পরে বুঝলাম ওইটা উচিত ছিল। চার্চ বন্ধ ছিল বলে ওইটাও মিস। সুতরাং, বিজয়পুরের চীনামাটির পাহাড়।

* Images used here are raw and non-edited.

দুর্গাপুরের পথে

সুমেশ্বরীতে খুনসুটি!

ধু ধু বালুচরে আমরা

বিরিশিরির সবুজ পথে

সুমেশ্বরী

বর্ডার

আপেল বাগান, কিন্তু আপেল কই?

স্থূলকায় শরীর নিয়ে পাহাড় জয়ের পর

দুর্গম গিরি

মেঘলা কুয়াশাচ্ছন্ন আকাশ

Tibouchina - এই ফুলের সমাহার অহরহ

ক্লাস নাইনের রসায়ন বইয়ের ছবি যখন চোখের সামনে

আবর্জনায় মলিন পাহাড়

নতুন কুড়ি

ফটোসেশন চলছে!

সন্ধ্যে হলো, সূর্য নামে পাটে

কুয়াশা নামছে

And The Team

30th January, 2021